সিয়াম বা রোযার বিধি বিধান সম্বলিত ছবিসহ একটি গুরুত্বপূর্ণ কোর্স
4906
রমযান মাস ও রোযা বিষয়ক হুকুম-আহকাম জানার জন্য আপনি এই গুরুত্বপূর্ণ কোর্সে বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন। কোর্সের সময়কালঃ ছোট ছোট ছয়টি ভিডিও ক্লিপ ও পরীক্ষা প্রস্তুতিসহ সবকিছু মিলিয়ে সর্বমোট ৫০ মিনিট। কোর্সের বিষয়বস্তুঃ ছয়টি ছোট ছোট ভিডিও ক্লিপ। আর প্রতিটি ভিডিওর সাথে থাকবে সংশ্লিষ্ট বিষয়ের লিখিত প্রবন্ধ। কোর্সের আলোচ্য বিষয়ঃ ছবিসহ রোযা বিষয়ক মাসআলা-মাসায়েল, যাতে থাকবেঃ
কোর্সে অংশগ্রহণের জন্য করণীয়ঃ লিংকে গিয়ে অনলাইন রেজিষ্ট্রেশন Telegram কোর্সের নির্ধারিত বিষয়সমূহ থেকে জ্ঞান অর্জন করা ও উপকৃত হওয়া অনলাইন পরীক্ষার উত্তর দেয়া। তথা ইবাদাতের ছবিসহ মাসআলা-মাসায়েল নামক ওয়েবসাইট থেকে কোর্সে অংশগ্রহণের সত্যায়িত সার্টিফিকেট গ্রহন করা।